বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনাইমুড়ীতে গুচ্ছগ্রাম প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২১, ১৮:০০

মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরে গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পের অধিন “ভূমিহীন ও গৃহহীন ক’ শ্রেণির পরিবারের জন্য ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় এমপি এইচএম ইব্রাহিম।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মেদ উল্যা সবুজ, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফমবাবুল বাবু ও সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনাপাল জানান, এই প্রকল্পে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবে। ইতি পূর্বে এই প্রকল্প এলাকায় নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নোমান হোসেন পরিদর্শন করেছেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে