কুমিল্লার বরুড়ায় আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের বরুড়া পৌরসভা নির্বাচন নিয়ে ৩নং ওয়ার্ডের ৪ সমাজের ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক গতকাল রাতে পাটোয়ারি বাড়িতে অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচনে প্রতিদ্বন্দি¦তাকারী ৩নং ওয়ার্ডের সকল কাউন্সিলর ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. জসিমউদ্দিন, যুবদল সভাপতি মো. মফিজুল ইসলাম, সাবেক মেম্বার মো. কবির আহাম্মদ, যুবদল সাধারণ সম্পাদক কবির পাটোয়ারি, বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম, মাছুম শরীফ ভূইয়া (ব্ল্যাকবোর্ড), মো. ইব্রাহিম খলিল (উটপাখি), মো. খোরশেদ আলম (ডালিম), মো. শাহজান (পানির বোতল), সোহেল আহাম্মদ (টেবিল ল্যাম্প) প্রমুখ।
সভায় বক্তারা প্রশাসন ও নির্বাচনের কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও নিরাপদে ভোট প্রদান করে বাড়ি ফেরার আশাবাদ ব্যক্ত করেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd