​ভেদরগঞ্জে মুজিববর্ষের উপহার পেল ২০২

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ১৩:১৬

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

 

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জে ৩৬০ জন বরাদ্দের মধ্য ২০২ টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় একযোগে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে উপজেলা শহীদ আক্কাস ও শহীদ মহিউদ্দিন সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও শরীয়তপুর - ২ (নড়িয়া- সখিপুর) আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম।

 

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আসরাফুজ্জামান, শরীয়তপুর জেলা পারিষদ চেয়ারম্যান মো. সাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা সহাকারী প্রকৌশলী গিয়াসউদ্দিন, উপজেলা প্রধান সহকারী জাকির হোসেন খান।সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী,উপজেলা পরিষদের কর্মকর্তা,সাংবাদিক ও উপকার ভোগী পরিবার।

 

যাযাদি/এসএইচ