শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নলডাঙ্গায় ৪০ পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৫:১২

মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ প্রকল্প-২ আওয়াতায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় গৃহ ও ভূমিহীন ৪০ পরিবারের মধ্যে পাকা ঘর ভিডিও কনফারেন্সসের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নলডাঙ্গা উপজেলা হলরুমে গৃহ ও ভ‚মিহীনদের ৪০ পরিবারের মধ্যে দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘরের জমির দলিল হস্তান্তর করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আরও উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু,বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম ,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে