বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছাতকে ১০ গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৫:৩৮

মুজিববর্ষ উপলক্ষে ছাতকে ভুমি ও গৃহহীন ১০টি পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সারা দেশে গৃহহীনদেরকে দেয়া ৬৯হাজার ৮শ ৪টি পাকা ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে ছাতক উপজেলায়ও ১০টি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখের, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, পিআইও কেএম মাহবুব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনসহ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে