শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চন্দনাইশে ৭৫ গৃহহীন পরিবারকে গৃহ প্রদান

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৪৩

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিও গৃহপ্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। ২৩ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও সোলায়মান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড কামেলা খানম রূপা , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা শাহীন হোসাইন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, প্রমুখ। হাশিমপুর আশ্রয়ন প্রকল্পে ৭০টি এবং বরকলে ৫টি সহ মোট ৭৫ টি ঘরের চাবি ও দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। প্রতিটি ঘর নির্মানে খরচ করা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকার বদ্ধপরিকর। তিনি আরো বলেন, বাংলাদেশে ১জন ও ভূমিহীন গৃহহীন থাকবেনা। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও ভূমিহীন গৃহহীন জনগনের পাশে দাঁড়ানোর আহবান জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে