শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জলঢাকায় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ১৪১ পরিবার

জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৫১

নীলফামারীর জলঢাকায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সরুপ পাকাঘর পেল ১৯১ভুমিহীন ও হতদরিদ্র পরিবার।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ভুমিহীন ও দরিদ্র পরিবারগুলোর হাতে বরাদ্দকৃত ঘরের দলিল ও চাবি তুলে দেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান,সহকারী কমিশনার ভুমি শিফাত মোঃ ইসতিয়াক ভুইয়া,ওসি তদন্ত ফজলুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে উপজেলার খারিজা গোলনা আশ্রয়ন প্রকল্পে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে