পটুয়াখালীতে ৭২৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৩১

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলায় ৭২৯ ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘরের চাবি এবং জমির দলির হস্তান্তর করা হয়েছে।

 

শনিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী ঘরের চাবি হস্তান্তর করার পর পরই জেলা পর্যায়ে সুপলভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রাধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প-২ এর আওওতায় যাদের জমিও নেই ঘর ও নেই এমন ২১৩১ পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে।

 

ঘরের দলিল ও চাবি হস্তান্তর উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।

 

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সরকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

যাযাদি/ এস