শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জগন্নাথপুরে জমিসহ ঘর পেল ২৩ পরিবার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৩১

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদান ও ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পূনর্বাসনের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৩ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর প্রমুখ, প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

পরে ২৩ টি ভূমি ও গৃহহীন পরিবারেরর মাঝে চাবি হস্তান্তর করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে