বকশীগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের দলিল হস্তান্তর

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৩৯

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ঘরগুলো উদ্বোধন করেন।

 

ঘর উদ্বোধন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর ও জমির কাগজপত্রাদি হস্তান্তর করেন।

 

অনুষ্ঠানে সংযুক্ত ও দলিল হস্তান্তর কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা পিআইও হাসান মাহবুব খান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ সাংবাদিক, সুধীমহল ও স্থানীয় গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলায় খাসজমিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ১৪২টি ঘর নির্মাণ করা হয়।

 

যাযাদি/ এস