জয়পুরহাটে ১৬০টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ২ শতক জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৪৭

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার ৫টি উপজেলার ১৬০টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক কবুলিয়ত জমির দলিল, জমির খতিয়ান ও গৃহপ্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে জয়পুরহাট সদর উপজেলার ৪৬টি গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক কবুলিয়ত জমির দলিল, জমির খতিয়ান ও গৃহপ্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করেন।

 

এছাড়া একই সময়ে জেলার অন্য ৪টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসাররা অনুরূপভাবে ১১৪টি গৃহহীন পরিবারের মধ্যে কবুলিয়ত জমির দলিল, জমির খতিয়ান ও চাবি হস্তান্তর করেছেন।

 

যাযাদি/ এস