বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজারহাটে ব্যবসায়ীদের আবারও অর্ধদিবস ধর্মঘট পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৯:২০

কুড়িগ্রামের রাজারহাট সদর বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৩ জানুয়ারি শনিবার ২য় দিনের কর্মসূচিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘট পালন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এর আগে একই অভিযোগে গত শুক্রবার ব্যবসায়ীরা সকাল-সন্ধ্যা ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে বিষয়টি নিয়ে কোনো সুরাহা না হওয়ায় দ্বন্দ্ব চরম আকারে পরিণত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

সকাল সাড়ে ১১টায় ব্যবসায়ীরা সোনালী ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনালী ব্যাংক চত্বরে এক বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান ও উপজেলা সদর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী মুখ্য পরিদর্শকের কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোছা. রওশন আরা বেগমের উদ্যোগে রাজারহাট সদর বাজারে গত ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা. নূরে তাসনিমের নেতৃত্বে চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে প্রতি জনের ১ হাজার টাকা করে জরিমানা আদায় করে। এ সময় কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ঘটনায় কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোছা. রওশন আরা বেগম বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে চাল ব্যবসায়ী কমল চন্দ্র মহন্ত (৪০), পুতুল রায় (৪৫) ও আবুল কালামসহ (৫০) অজ্ঞাতনামীয়র বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে