শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বনাথে বাড়ী উপহার পেলেন ১২০ ভূমিহীন-গৃহহীন পরিবার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৯:২৬

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৭০ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন আধাপাকা বাড়ি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ঘর বুঝিয়ে দেন। পাশাপাশি সিলেটের বিশ্বনাথ উপজেলার ১২০ পরিবারও প্রধানমন্ত্রীর এ উপহার পেলেন। গৃহহীন-ভূমিহীনদের মধ্যে বিশ্বনাথে যারা ঘর পেলেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা একজন, প্রতিবন্ধি একজন, বিধবা পনেরজন, স্বামী পরিত্যক্তা তেরজন, ভিক্ষুক তিনজন, শ্রমিক ও কৃষক-পেশাজীবী সাতাশিজন। প্রত্যেক পরিবারকে কবুলিয়ত দলিলসহকারে নামজারী খতিয়ান এবং শীতবস্ত্র প্রদান করা হয়।

শনিবার সকাল ৯টা থেকে বিশ্বনাথের উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী রিপন কুমার দাশ, জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কায়েদে আযম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ^নাথ থানার ওসি শামীম মুসা, ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, খাদ্য কর্মকর্তা মনধন চন্দ্র দাস, পল্লী বিদ্যুতের বিশ^নাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বদ আলী, আওয়ামী লীগের শিক্ষা বিষয় সম্পাদক সিরাজুল ইসলাম, রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল হামিদ, সাংবাদিক কাজী জামাল উদ্দিন, মো. কামাল হোসেন, বদরুল ইসলাম মহসিন, আব্বাস হোসেন ইমরান, ফটোসাংবাদিক নুর উদ্দিন, ও উপকারভোগীগণ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে