শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাবুগঞ্জে গৃহহীন ও ভূমিহীন শতাধীক পরিবারের মাঝে ঘর হস্তান্তর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৯

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় উপজেলার ভূমিহীন ও গৃহহীন একশত দশটি পরিবারের মধ্যে ঘর প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি ২০২১ খ্রিঃ)সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রসাশনের বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু, বীরপ্রতীক রতন আলী শরীফ, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহা অাক্তার উজ জামান মিলন, ওয়ার্কাস পার্টি বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, উপজেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার , রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন চেয়ারম্যান তারেকুল ইসলাম, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুর আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে