প্রধানমন্ত্রী গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন : এমপি হেলাল

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ২০:৩৩

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মান কাজের উদ্বোধনের পর নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে শনিবার উপজেলা পরিষদ হলরুমে বাড়ী নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রীর দেওয়া ১৭৫ টি বাড়ীর কাগজপত্র ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

 

তিনি বলেন, ‘দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি নির্মান করে দিয়ে তাদের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন। পৃথিবীর ইতিহাসে মানবতা ও অধিকার প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করলেন (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলায় আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সহ-সভাপতি মোঃ আক্কাস আলী চেয়ারম্যান, সাধারণত সম্পাদক মোঃ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক মোঃ আফছার আলী চেয়ারম্যান, আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সভাপতি ও আত্রাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম সহ আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

যাযাদি/এস