কুলাউড়ায় ১১০ পরিবার পেল নতুন ঠিকানা!

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ২০:৩৪

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি ও গৃহহীন ১১০টি পরিবার পেয়েছে নতুন ঠিকানা। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমস্ত্রীর দেয়া উপহার পেয়ে উচ্ছ্বাসিত ঘরভিটাহীন ১১০টি পরিবার।

 

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৬ হাজার ১শত ৮৯ টি পরিবারে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর কুলাউড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে ১১০টি পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেওয়া হয়।

 

দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ। এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও দলিল গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, প্রথম ধাপে কুলাউড়া উপজলোর শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ১১টি, হাজীপুর ইউনিয়নে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, টিলাগাঁও ইউনিয়নে ৪টি, ভাটেরা ইউনিয়নে ৪ টি ঘরের চাবি ও  দলিল হস্তাস্তর করা হয়েছে।

ছবিক্যাপশন- কুলাউড়ায় মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর উপহার জমিসহ পাকাঘর ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হচ্ছে।

 

যাযাদি/ এস