শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতীতে ৫০ ভূমিহীন পরিবার পাকাঘর উপহার পেয়ে বেজায় খুশি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ২০:৪৯

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভূমিহীন ৫০টি পরিবারের মাঝে মুজিববর্ষ উপলক্ষে নতুন পাকাঘর উপহার পেয়ে বেজায় খুশি হয়েছে উপকারভোগীরা।

সদর ইউনিয়নে জোড়াকুড়া মৌজায় ১০টি, কাংশা ইউনিয়নে বাকাকুড়া মৌজায় ২৫টি, নলকুড়া ইউনিয়নে হলদিগ্রাম মৌজায় ১০টি, গৌরিপুর ইউনিয়নে গজারিকুড়া মৌজায় ৫টি মোট ৫০টি পরিবারের মাঝে আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার হিসেবে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার সারাদেশের ন্যায় উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর, আয়শা সিদ্দিকা রুপালি, লাইলী বেগম, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শাহ আলমসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে