ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি নিষিদ্ধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার একাংশ ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে নিষিদ্ধ ইটভাটা অপসারণের নির্দেশ প্রদান করা হয়। রোববার বিকালে পৌরশহরের চাপোড় এলাকায় এমবি ব্রিক্স নামে ইটভাটায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ও পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক ফারুক হোসেন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুতকরণের লাইসেন্স না থাকায় এমবি ব্রিক্স ফিল্ডে ফায়ার সার্ভিস দিয়ে পানি ছিটানো হয় এবং বুলডোজার দিয়ে ভাটা ভেঙে দেওয়া হয়।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের ফায়ারিং সার্টিফিকেট ছাড়াই অবৈধ একাধিক ইটভাটায় পুরোদমে ইট পোড়ানোর কাজ অব্যাহত রয়েছে।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd