বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

​হামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২১, ২১:২৯

এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের উপর নিশংস হামলার প্রতিবাদে কুলাউড়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি ও কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের ব্যানারে রোববার কুলাউড়া চৌমুহনীতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘটনার সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা।

কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস্ এর সভাপতিত্বে এবং অনলাইন জার্নালিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ ময়নুল ইসলাম শামীম, জাতীয় পার্টির নেতা মবশির আলী, সাংবাদিক মোক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির, শাকির আহমদ, এইচ ডি রুবেল, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টু, ব্যবসায়ী রফিকুল ইসলাম মামুন, ছাত্রনেতা তোফাজ্জল খান রকি, হাবিবুর রহমান সুজন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, থানা মসজিদের ইমাম হাফিজ আব্দুস ছালাম, সাংবাদিক সাইদুল হাসান সিপন, এস.আলম সুমন, মাহফুজ শাকিল, সুমন আহমদ, আব্দুল করিম বাচ্চু, প্রবাসী কমিউনিট নেতা জিল্লুর রহমান, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবুসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে তা নষ্ট করতে দুর্নীতিবাজ একটি চক্র বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করার পর এশিয়ান টেলিভিশনের প্রতিনিধির ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে পুলিশ প্রশাসন এখনও গ্রেফতার করতে পারেনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামলায় জড়িতরা যতোই প্রভাবশালী হোক না কেন গ্রেফতার করুন, অন্যথায় বিকল্প ও কঠোর কর্মসূচি দেয়া হবে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে