শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধুপুরে জমে উঠেছে নৌকা ও ধানের শীষের লড়াই

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ১৪:২৭

পৌর নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন অলিগলি, সকল সড়ক, পাড়া-মহল্লা প্রার্থীদের পোষ্টারে-পোষ্টারে ছেঁয়ে গেছে। পৌর নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা। সব মিলিয়ে এ পৌর সভায় জমে উঠেছে নৌকা ও ধানের শীষে লড়াই।

নির্বাচনী প্রচারণায় মাইকিং ছাড়াও চলছে মিছিল- শ্লোগান ও সোশ্যাল মিডিয়াতে প্রচার। করোনা আর শীতকে পেছনে ফেলে কোনো প্রার্থীই পিছিয়ে নেই প্রচার-প্রচারণায়। আগামী ৩০ জানুয়ারী মধুপুর পৌরসভায় ৩য় ধাপের এ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো পৌর এলাকা। চারদিকে বিরাজ করছে সাজ সাজ রব। হোটেল-রেস্তোরা, হাট-বাজার, রাস্তা-ঘাটসহ পৌর এলাকার সর্বত্র একটাই আলোচনা কে হচ্ছেন মধুৃপুর পৌর মেয়র।

মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৪১ হাজার ৬‘শত ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৭৫০ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২৯ জন। এ পৌর সভায় এবার মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন। দুজনই নতুন মুখ। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিক হোসেন খান (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পান্না (ধানের শীষ)। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ধদ্ধীতা করছেন। এ পৌর সভার ভোটাররা ৩০ জানুয়ারি ১৫ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পৌষের হাড় কাঁপানো শীতকে হার মানিয়ে গত কয়েকদিন ধরে পুরো দমে জমে উঠেছে পৌর নির্বাচনের আমেজ। ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নের কথা বলে মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছেন না। প্রার্থীরা পৌর এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক করছেন। ভোটারদের দিচ্ছেন ডজন-ডজন প্রতিশ্রুতিও।

তরুণ ভোটার সাইফুল ইসলাম, মাহবুব এলাহী ও রোকেয়া খাতুন জানান, আমরা নতুন ভোটার হিসাবে য্যেগ্য প্রার্থীকে ভোট দিবো। যিনি আমাদের নাগরিক সেবা বেশি দিতে পারবে, এলাকার উন্নয়ন করতে পারবে এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত পৌর সভা গঠন করতে পারবে এমন প্রার্থীকেই ভোট দিবো।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিক হোসেন খান বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রর্থী। আমাকে জনমতের ভিত্তিতে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে এবং কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের স্বপ্নের ডিজিটাল মডেল পৌর সভা গড়তে নিরলসভাবে কাজ করতে চাই। উন্নয়নের প্রতীক হলো নৌকা। এবং কী সারা বাংলাদেশের যত গুলো পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারীর মধ্যে হয়েছে বা হবে এর মধ্যে সব চেয়ে বেশী ভোট মধুপুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা পাবে। আর এই নৌকা আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে ভোট যুদ্ধে বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পান্না জানান, এবার এ পৌর সভায় ধানের শীষের জোয়ার উঠেছে। সুষ্ঠু নির্বাচন হলে এবং ভোটাররা নির্বিগ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার সংশয় রয়েছে। আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করি।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এইচ এম কামরুল ইসলাম জানান, আগামী ৩০ জানুয়রী মধুপুর পৌর সভার নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সকল ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটাররা নির্বিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ৩০ জানুয়ারী মধুপুর পৌরবাসীকে একটি সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব বলে আশা করছি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে