শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডোমারে স্মার্ট কার্ড পাচ্ছেন সারে ১৩ হাজার নতুন ভোটার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ১৫:০১

নীলফামারীর ডোমার উপজেলার ১০ইউনিয়ন ও একটি পৌরসভায় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড পাচ্ছেন ১৩ হাজার ৫৬০জন নতুন নিবন্ধিত ভোটার। সোমবার (২৫ জানুয়ারি) ডোমার পৌরসভা কার্যালয়ে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

২০১৯ সালে নিবন্ধিত পৌর এলাকার ভোটারদের মাঝে ডোমার পৌরসভা হলরুমে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন প্রমূখ।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার পাঁচশত ৬০ জন নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে