জামালপুরে ট্রাক চাপায় শাহাব উদ্দিন নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার তিতপল্লা শিমুলতলি এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬০) সদর উপজেলার শহাবাজপুর চিকারপাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আব্দুল লতিফ মিয়া জানান, মঙ্গলাবার সদর উপজেলার তিতপল্লা শিমুলতলি এলাকায় সকাল ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় জামালপুরগামী দ্রুত গতির একটি মাটি বহনকারী ড্রাম ট্রাক শাহাব উদ্দিনকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd