নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন দুমকি প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ১৯:১৪

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণবঙ্গ কৃষি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো. জসিম উদ্দিন সুমন নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন।

 

গত শনিবার বিকেল সাড়ে ৫টায় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের উদ্যোগে ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস’র চেয়ারম্যান অ্যাডভোকেট মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ্ব ব্যারিস্টার জাকির মাহমুদসহ অনান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা এ অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন।

 

নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড অর্জন করায় জসিম উদ্দিন সুমনকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা। এছাড়াও উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন।

 

যাযাদি/ এস