শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামপুরে প্রচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ১৯:২২

জামালপুরের ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে সুফল প্রকল্পের আওতায় বন্যা পূর্বাভাস অনুধাবন ব্যাখ্যা ও প্রচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটি’র আয়োজনে বিআরডিবি হলরুমে কর্মশালাটি উদ্ভোধন করেন প্রধান অতিথি ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি রাইমস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম চীফ রায়হানুল হক খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার খাদেমুল রাশেদ। অন্যান্যের মধ্যে সহকারী প্রকল্প কর্মকর্তা খান মো: আবুল মুসা,তৈয়বুর রহমান, রওশীন আরা ফেরদৌসী, রোকসানা খাতুন ও হাফিজ খান, কর্মশালায় মূখ্য আলোচক বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রশিক্ষক আরিফুজ্জামান, রাইমস্ এর প্রোগ্রাম অফিসার ফকরুল আরেফিন খান উপস্থিত ছিলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের সুফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শুশান্ত চন্দ্র দে সঞ্চালনা করেন।

দিনব্যাপি কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইউপি সচিব, শিক্ষক, উদ্যোক্তা, স্থানীয় সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে