বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় ৩১ নারীর মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ২১:০১

জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ, অসহায়, বেকার ৩১ জন মহিলার মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ করেন পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলা উপজেলা শাখার সভাপতি খাদিজাতুল কোবরা মুক্তা।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, জাতীয় মহিলা সংস্থা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক দিলিপ চৌহান, রেজাউল ইসলাম, প্রশিক্ষক বিলকিস আক্তারসহ ঋণগ্রহীতারা। এ সময় ৩১ জন নারীর মাঝে ৪ লাখ ৬৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে