চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে এক ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই খুন হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরের পাহাড়তলীতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নিজামউদ্দীন আর ঘাতক ব্যক্তির নাম সালাউদ্দীন কামরুল। তারা দুজনেই আপন ভাই।
নিমাজউদ্দীন ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে। অন্যদিকে, সালাউদ্দিন কামরুল ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd