বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চসিক নির্বাচনে সহিংসতা : বিএনপির কাউন্সিলর প্রার্থী আটক

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২১, ১৫:২১

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সহিংসতার অভিযোগে নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচনে বিশৃঙ্খলা ও ভোটকেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করা হয়েছে।’

জানা গেছে, আজ সকাল ৯টা পর্যন্ত এই ওয়ার্ডে ভোটের পরিস্থিতি শান্তই ছিল। সকাল ১০টার দিকে আছাদগঞ্জ সোবহানিয়া মাদ্রাসা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এরপর বেলা ১১টা থেকে ব্রিক ফিল্ড রোড পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে চারটি বুথ আছে। সেখানে একটি ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনার পর কয়েক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর আবার ভোটগ্রহণ শুরু হয়।

মো. ইসমাইল বালি একাধিকবার এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত মেয়াদেও তিনি কাউন্সিলর ছিলেন।

এই ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর। এ ছাড়াও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত বিজয় কৃষ্ণ দাশ ও অনুপ বিশ্বাস প্রার্থী হয়েছেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে