মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে করোনার টিকা বিষয়ে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৭ জানুয়ারি ২০২১, ১৮:০৮

টাঙ্গাইলে করোনা ভাইরাসের টিকা গ্রহনের রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম শুরুর যাবতীয় প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে সিভিল সার্জনের কার্যালয়ে ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম জানান, করোনা টিকা গ্রহনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে টিকা সংরক্ষণের জন্য কোল্ড রুম প্রস্তুত করা হয়েছে। টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলায় টিকা প্রদান কাজ শুরু করা হবে। টিকা নিয়ে কেউ যাতে কোন গুজব বা বিভ্রান্ত্রি না ছড়াতে পারে সে জন্য জেলা স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে। সিভিল সার্জন টিকা প্রদান কার্যক্রম সফল করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে