বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটপাত দখলমুক্ত করতে শ্রীপুরে আইন-শৃঙ্খলা বৈঠকে কঠোর সিদ্ধান্ত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২১, ১৮:১৫

গাজীপুরের শ্রীপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির ড্রামট্রাকের চলাচল রোধ ও অবৈধ উপায়ে ফুটপাত দখলমুক্ত করতে কঠোরভাবে আইনি প্রক্রিয়া গ্রহনের সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ ক্ষনিকা সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার শুরুতে বরমী ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান শামসুল হক বাদল সরকারের আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত হয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, শ্রীপুর থানার ওসি (অপারেশন ) গোলাম সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মূয়ীদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম , যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ওবায়দুল বাশার, শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক, সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডিজিএম হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, সহকারী উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা শুমারী সমন্বয়কারী শ্বপন মিয়া, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উপজেলার নবনির্মিত আঞ্চলিক পাকা রাস্তাগুলোর উপর দিয়ে ধারন ক্ষমতার চেয়ে বেশী ওজনের বেপরোয়া গতির ড্রামট্রাকের চলাচল রোধ করা জরুরী। কয়েকজন ব্যক্তির কারনে সমগ্র উপজেলার মানুষের কষ্টের কারন হবে তা মেনে নেয়া যায় না। এছাড়াও অবৈধ উপায়ে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলেও বলেন তারা।

সবশেষে মরহুম শামসুল হক বাদল সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে