ঝিনাইগাতীতে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৩৭

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

আজ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোন্নয়নে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বুধবার উপজেলার হলরুমে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৫৬ জনের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং ২০ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মানোন্নয়নে গৃহীত বিশেষ এলাকার সহায়তা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ২০/২১ অর্থবছরের বরাদ্দ দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

এ উপলক্ষে সকালে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহ্মুদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক, ট্রাইবাল ওয়েলফেয়ারের চেয়ারম্যান নবেশ খুকশী সাধারণ সম্পাদক অসিম ম্রং উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।

 

যাযাদি/ এস