ধুনটে অর্থ আত্মসাতের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী প্রতারক গ্রেফতার

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৯:১৩

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে অর্থ আত্মসাতের মামলায় জীবন নাহার নামে (৩০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক নারী প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২৭ জানুয়ারি) গ্রেফতারকৃত ওই নারী প্রতারককে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

 

গ্রেফতারকৃত জীবন নাহার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের মেয়ে।

 

মামলা ও থানাসূত্রে জানাগেছে, ২০১৫ সালে জীবন নাহার বগুড়ার কাহালু উপজেলার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কার্যালয়ে হিসাব সহকারী পদে কর্মরত থাকাকালীন সময় ৮ লাখ ২৫ হাজার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। এঘটনায় গাক কর্তৃপক্ষ জীবন নাহারকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক জীবন নাহারকে ৩ বছরের সাজা প্রদান করেন। এরপর থেকেই সে পলাতক ছিল।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অর্থ আত্মসাতের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত জীবন নাহারকে নওগাঁ জেলার মহাদেবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

 

যাযাদি/এস