কটিয়াদীতে মাদকসেবীর ১ বছর কারাদণ্ড

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৯:২৫

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইয়াবা সেবনের দায়ে এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা এ সাজা দেন।

 

সাজাপ্রাপ্ত আসামি হলেন পশ্চিম বাগরাইট মহল্লার মো. ধনু মিয়ার ছেলে মো. নবী হোসেন (২৫)।

 

কটিয়াদী মডেল থানার  এসআই দুলালের নেতৃত্বে কটিয়াদী পৌরসভার পশ্চিম বাগরাইট মহল্লায় ধনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় মো. নবী হোসেনকে হাতেনাতে আটক করেন।

 

এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা ইয়াবা সেবন করার দায়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

যাযাদি/ এস