মধুপুরে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর প্রশাসন

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২১, ১১:৫১

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় সুষ্ঠ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধ পরিকর। সাধারণ ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট দিতে পারে এজন্য প্রস্তুত জেলা প্রশাসন বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

 

টাঙ্গাইলের মধুপুরে পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে  মধুপুর উপজেলা নির্বাচন  অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বুধবার(২৭ জানুয়ারি)  বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি;ও বক্তব্যে টাঙ্গাইলের টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপি এম , মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক এসময় উপস্হিত ছিলেন পৌর মেয়র মাসুদ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুপুর(সার্কেল)কামরান হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার্  তারিক কামাল।

 

আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় উপস্থিত ছিলেন আসন্ন মধুপুর  পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব সিদ্দিক হোসেন খান,  বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পান্না সহ পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী সকল কাউন্সিলর প্রার্থীগন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

যাযাদি/এসএইচ