বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার ঘটনায় মামলা

যাযাদি ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কিরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার মোজাক্কিরের পিতা বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে গোলাগুলি হয়।

মুজাক্কির সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে চিকিৎসধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

যাযাদি/এসএইচ

লিড-৬/ব্রেকিং

সারাদেশ

কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার ঘটনায় মামলা

যাযাদি ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কিরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার মোজাক্কিরের পিতা বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে গোলাগুলি হয়।

মুজাক্কির সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নেওয়া হয়। ঢামেকে চিকিৎসধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে