ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম চর ইন্দ্রপাশা আশ্রয়ণ প্রকল্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হলো ঐ এলাকার বাসিন্দা আব্দুল হক হাওলাদাররের ছেলে মো. রেজাউল করিম টুটুল (৩৮)।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মঞ্জুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় টুটুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd