ঝিনাইদহে ভারত যাওয়ার পথে দালালসহ আটক ৮

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২

ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে এক দালালসহ আটজনকে আটক করেছে ৫৮ বিজিবি। সোমবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের লড়াইঘাট বিওপি এলাকার পদ্মপুকুর থেকে পাঁচজন এবং যাদবপুর বিওপি এলাকার বেতবাড়িয়া থেকে তিনজনকে আটক করে।

 

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সোমবার দিবাগত গভীর রাতে পৃথক দু’টি অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ চারজন নারী ও একজন শিশু রয়েছে। তারা বাগেরহাট, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এসময় তাদের সহযোগীতা করার অভিযোগে একটি মটর চালিত ভ্যানগাড়িসহ আল মামুন নামে এক দালালকেও আটক করা হয়।

 

এর আগে ১৮ ফেব্রুয়ারি ভোরে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় এক ভারতীয় নারীসহ ২১ জনকে আটক করে বিজিবি। 

 

এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ১৫৮ নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী ১১ দালালকে আটক করে বিজিবি।

 

যাযাদি/এসএইচ