মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৩

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় দীপংকর চক্রবর্তীর স্ত্রীর নামে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার সোনাইমুড়ী গ্রামের মৃত দীগেন্দ্র চক্রবর্তীর ছেলে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বৃহ¯পতিবার দুপুরে ভুক্তভোগী দীপংকর চক্রবর্তী তার বাড়িতে সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পতিত বন্ধু দেবনাথ, কালিবাড়ী দেবালয় মন্দিরের সাধারণ স¤পাদক সঞ্জয় চক্রবর্তী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর উদ্দিন শামীম ও পৌর ছাত্রলীগ সভাপতি ইউসুফ।

সাধারণ ডায়েরিতে ভুক্তভোগী উল্লেখ করেছেন, দীপংকর চক্রবর্তীর স্ত্রী স্কুল শিক্ষিকা অপরাজিতা চক্রবর্তীর নামে একটি চক্র তার ছবি দিয়ে ফেসবুক আইডি খোলে। এ ফেক আইডি থেকে তাদের স্বামী-স্ত্রী উভয়ের নামে অশালীন মন্তব্য লিখে ও অশ্লীল ছবি পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে। এতে তাদের পরিবারের দীর্ঘদিনের অর্জিত সম্মান সামাজিকভাবে নষ্ট হচ্ছে।

এ ঘটনায় দীপংকর চক্রবর্তীর পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে