বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে প্রকল্প পরিচালকের সঙ্গে কৃষকদের মতবিনিময় সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৬

নওগাঁর মহাদেবপুরে ‘ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম’ ফেজ-টু (এনএটিপি-২) এর আওতায় খোশালপুর সিআইজি ও নন সিআইজি কৃষকদের সঙ্গে প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার খোশালপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক শামছুল ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনএটিপি-২ প্রকল্পের পরিচালক আজহারুর ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্পের উপ পরিচালক মাসুমা ইউনুছ, মহাদেবপুর উপজেলা কৃসি অফিসার অরুন চন্দ্র রায়।

উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মীর আমজাদ হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মকিম উদ্দিন দেওয়ান, খোশালপুর সিআইজির সভাপতি অমিও চন্দ্র মন্ডল, সধারণ সম্পাদক মন্টু চন্দ্রসহ এলাকার শতাধিক নারী-পুরুষ কৃষক এতে অংশ নেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে