পাবনা সাঁথিয়া উপজেলার একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা (৭৫) মারা গেছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ওই দিন বিকেল সাড়ে ৫টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় উপস্থি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ,সাবেক কমান্ডার আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা,সাংবাদিক,আওয়মী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মুসল্লিগণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি দুই ছেলে এক মেয়ে ও নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। ফারুক হোসেন
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd