​বোয়ালমারীতে অবহিতকরণ সভা

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

 

 

ফরিদপুরের বোয়ালমারীতে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় উপজেলা পর্যায়ে 'কমিউনিটি ভিত্তিক কার্যক্রম (সিএসটি)' বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সেভ দ্য চিলড্রেন কর্তৃক পরিচালিত ইউএসএইড'র আর্থিক সহায়তায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো .আসাদুজ্জামান মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। অনুষ্ঠানে প্রজেক্টেরের মাধ্যমে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় উপজেলা পর্যায়ে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্ঞানব্রত শুভ্র।

 

যাযাদি/এসএইচ