বাবুগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১লক্ষ টাকা জরিমানা

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমান আদালতে সরকারি ঔষধ মজুত রাখায় ও ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা প্রদানকারিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমীনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার বাহেরচর বাজারের আকন মেডিকেল হল এর মালিক ভূয়া ডাক্তার মোজাম্মেল হক আকনকে ১(এক)লক্ষ টাকা জরিমানা দন্ড প্রদান করেন।

ম্যাজিষ্ট্রেট আমীনুল ইসলাম জানান, মোজ্জামেল হক দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয় দিয়ে আসছেন এবং তিনি সাইনবোর্ড, নেমপ্লেটে নামের আগে ডাক্তার বসিয়েছেন। তার ফার্মেসিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঔষধ যাহা বিক্রয়ের জন্য নয়, সেই সব সরকারি ঔষধ পাওয়া গেছে।

 

যাযাদি/ এস