শেরপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে শিক্ষা উপবৃওি প্রদান

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩

শেরপুর প্রতিনিধি

 শেরপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত ( ২০২০-২০২১) অর্থ বছরে শেরপুর সদর উপজেলায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৪০ জনকে ,তিন ( ৩ )হাজার ,একাদ্বশ-দ্বাদশ শ্রেনীর  ৩৫জন কে ১ হাজার ছয়শত  ও  ৬ষ্ঠথেকে -দশম শ্রেনীতে ৯৭ জন কে এক (১) হাজার টাকা, এবং প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পযর্ন্ত ৪৬ জন কে ৬শত টাকা করে মোট -২১৮ জন কে (৩ ) তিন লক্ষ্য টাকা প্রদান করা হয় ।

 

২৮ ফেব্রেুয়ারী রবিবার দুপুর ১টার সময়  শেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে  উপজেলা নিবাহী অফিসার ফিরোজ আল মামুনের সভাপত্বিতে , প্রধান অতিথি ,জাতীয় সংসদের সম্মানিত হুইপ আতিউর রহমান আতিক  (এমপি) শিক্ষা উপবৃওির নগদ টাকা প্রদান করেন ।

 

বিশিষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মা ও শিশু স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শারমিন রহমান অমি,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা , আশরাফুল আলম মিজান,ডেনিশন দুলাল মারাক, চেয়ারম্যান ট্রাইবাল ওয়েলফেয়ার,শেরপুর মনিন্দ্র চন্দ্র বিশ্বাস , চেয়ারম্যান আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা শেরপুর, মিন্টুচন্দ্র বিশ্বাস সাধারন সম্পাদক ট্রাইবাল ওয়েলফেয়ার,শেরপুর সদর উপস্থিত ছিলেন ।

 

যাযাদি/এসএইচ