জীবননগরে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৩:০৩

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

 

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোটার দিবস-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।

 

 

‘বয়স যদি আঠারো হয়- ভোটার হতে দেরী নয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেষ চন্দ্র পাল,  উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, ডা: সজল আহাম্মেদ, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যান প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইতিপূর্বে বিতরণকৃত এনালক আইডি কার্ডে জাল জালিয়াতির ঘটনা ঘটেছে। এখন দুই হাতের আঙ্গুলের ছাপ ও চোখের লেন্সের ছবি সম্বলিত ডিজিটাল আইডি কার্ড হওয়ায় জাল জালিয়াতির কোন সুযোগ থাকবে না। উপস্থিত নতুন ভোটারদের  নিবন্ধন ও  পুর্বে রেজিষ্ট্রেশনকৃত ভোটারদের  আইডি কার্ড বিতরণ করা হয়।

 

যাযাদি/এসএইচ