"বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন আলহাজ মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ আবদুল মমিন, আব্দুল বাশারসহ নির্বাচন অফিসের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd