ধামইরহাটে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ১৭:২৭

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় নওগাঁ শিক্ষা প্রকৌশলের তত্বাবধানে ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয়ে ৭৫ লাখ টাকা ব্যয়ে ৪লা ভিত বিশিষ্ট ১তলা ভবন ও মালাহার জামেয়া মাদ্রাসায় ৭১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন উদ্বোধন করেন আলহাজ শহীদুজ্জামান সরকার এমপি।

 

মালাহার মাদ্রাসা ভবন উদ্বোধন শেষে অবসরপ্রাস্ত শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,‘আওয়ামী লীগ সরকারই মাদ্রাসা শিক্ষার উন্নয়নে একমাত্র অংশিদার।’

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও গনপতি রায় পৌরসভার মেয়র আমিনুর রহমান, নওগাঁ জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ'লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম ওসি আবদুল মমিন, মালাহার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল হোসেন, সুপার ফরিদুল ইসলাম, ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু প্রমুখ।

 

যাযাদি/ এস