মণিরামপুরে পাইকারী কাঁচা বাজার সমিতির দাবি আদায়ে মানববন্ধন

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৩:৪০

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মণিরামপুর পাইকারী কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতি সরকারি জায়গায় বাজারের নির্ধারিত স্থান দাবি করে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেছেন।

 

বুধবার সকাল ১০টার সময় পৌরসভার সামনে মেইন সড়কে এ বাজারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা তাদের দাবি নিয়ে মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার নিকট তাদের স্মারক লিপি প্রদান করেন।

 

কাঁচা বাজার ব্যবসায় সতিমির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং প্রধান উপদেষ্টা উৎপল মজুমদার জানান, দীর্ঘ ২৪ বছর এ বাজারের ব্যবসায়ীরা ব্যক্তি মালিকনা সম্পত্তির উপর গড়ে উঠা বাজারেই ব্যবসা বাণিজ্য করে চলেছেন। বাজারটি দূর্গাপুর মৌজার মালিকানা সম্পত্তির উপর গড়ে উঠলেও প্রতি বছর এ বাজার থেকে লক্ষ লক্ষ টাকা সরকার রাজস্ব আদায় করছেন। এক দিকে সরকারকে ইজারা প্রদান অন্যদিকে মালিকের ভাড়া নিয়মিতই গত ২৪ বছর দিয়ে আসছেন তারা। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

 

কাঁচা বাজার সংশ্লিষ্টরা আরও দাবি করেন, দেশের দক্ষিণ অঞ্চলের মধ্যে মণিরামপুর এ বাজারটি বর্তমানে সর্ববৃহৎ পাইকারী ব্যবসা প্রতিষ্ঠান। ছোট ব্যবসায়ী ছাড়াও বাজারটিতে বর্তমানে ৭০টি আড়ৎ ব্যবসায়ী রয়েছেন। এ ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কাঁচামাল রপ্তানি করা হচ্ছে।

 

অথচ ব্যবসায়ীরা মনে করছেন, বৃহৎ এ বাজারের ব্যবসায়ীরা একদিকে সরকারের ইজারা, অন্যদিকে মালিক পক্ষের চাপিয়ে দেওয়া ভাড়ার বোঝা টানতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে সরকারের নির্ধারিত সরকারি স্থানে এ বাজারটি স্থানন্তরের দাবি জানিয়ে পাইকারী আড়ৎদার মালিক সমিতি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

 

যাযাদি/ এমডি