আশুলিয়ায় দুধর্ষ ডাকাতি রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ২১:০৭

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকার মা মিষ্টান্ন এন্ড সুইটমিট হোটেলে গত জুন মাসে একটি দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় দুই জন ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

ইতিমধ্যে ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেপ্তার হওয়া ডাকাতরা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের আদালতে হাজির করলে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় তারা। গ্রেপ্তারকৃত আসামীরা হলো ১. আকাশ, পিতা-মোঃ খোরশেদ আলম শাহ, গ্রাম-বয়রা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ও ২. আলামিন পিতা-মৃত মকবুল হোসেন, গ্রাম-নারায়নপুর, পোস্ট-ফাতেমানগর, থানা-ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহ। এসময় এসআই গনি মিয়া নেতৃত্বে তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোন ও ডাকাতি কৃত অর্থের মধ্য কিছু অর্থ উদ্ধার করা হয়।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, আসামীরা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা পুলিশ এর এই চৌকস কর্মকর্তা।

 

যাযাদি/ এস