খুলনার ডুমুরিয়ায় কৃষি জমিতে বালি ভরাট করে শ্রেণী পরিবর্তন করার অপরাধে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে রায়েরমহল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, রায়েরমহল এলাকায় কৃষি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করছে এক শ্রেণির অসাধু ব্যাক্তিরা। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময়ে পিপড়ামারি গ্রামের নিরোদ সরকারের ছেলে সবুজ সরকার(২৪)কে কৃষি জমি সুরক্ষা ও বালু মহল ব্যবস্থাপনা আইনের ২০১০/১৫(১) ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd