বোয়ালমারীতে কৃষি জমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ২০:২৬

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

 

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে একটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত আল আলী অটো ব্রিকসে আইন অমান্য করে কৃষি জমির মাটি ব্যবহার করা হচ্ছে। এ অপরাধে ওই ইটভাটাকে বুধবার বিকেলে 'ইটভাটা সংরক্ষণ আইন (সংশোধিত) ২০১৯ এর ৫(১) ধারায়' ১০ হাজার টাকা জরিমানা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষি জমির মাটি ভাটায় ব্যবহার করার অপরাধে 'আল আলী অটো ইটভাটা'কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উল্লেখ্য, উপজেলার শেখর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত আল আলী অটো ইটভাটায় আশেপাশের ফসলি জমি থেকে মাটি কেটে এনে সংগ্রহ করা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি যায়যায়দিনে প্রকাশিত হয়েছিল।

 

যাযাদি/ এস