পূর্বধলায় বিভিন্ন দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ২০:১২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসসহ বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হয়। এ সময় দিবসগুলো যথাযথ পালনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আলোচনা সভা, আনন্দ র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

 

যাযাদি/ এস